একসঙ্গে তিন কন্যার জন্ম দিয়ে সমস্যায় মা

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ নভেম্বর: একসঙ্গে তিন কন্যার জন্ম দেওয়ার পর ভরণপোষণের কথা ভেবে পঞ্চায়েতের দ্বারস্থ হলেন প্রসূতি মহিলা। সামান্য জমির চাষি দিনমজুর শেখ সাজ্জাদ এক বছর আগে বিয়ে করেছেন কেশপুরের পারভিনা বিবিকে। পারভিনা বিবি সন্তান সম্ভবা হওয়ায়  তাকে চিকিৎসক দেখান  তিনি। সাজ্জাদের স্ত্রীকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান, একাধিক সন্তান রয়েছে পারভিনার গর্ভে। সেইমতো ৫ই অক্টোবর মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং ওই দিনই তিনটি কন্যা সন্তানের জন্ম দেন। তাদের নাম দেওয়া হয় জয়নাব খাতুন, রোকিয়া খাতুন ও শাকিলা খাতুন।

একসঙ্গে তিন কন্যা সন্তান নিয়ে রীতিমতো সমস্যায় পড়ে যান সাজ্জাদ আলি ও তাঁর স্ত্রী৷ জন্মের পর তিন শিশু সহ মাও সুস্থ আছেন। কিন্তু খেটে খাওয়া পরিবারে একসঙ্গে কীভাবে পালন করবেন তিন কন্যাকে, তার চিন্তা শুরু হয়ে যায় পরিবারে৷ উপায়ান্তর না  দেখে শুক্রবার কন্যাদের নিয়ে কেশপুর পঞ্চায়েত সমিতি অফিসে যান পারভিনা বিবি৷ 

পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা সেনগুপ্তের সঙ্গে দেখা  করে কিছু একটা ব্যবস্থা করার আবেদন জানান৷ শুভ্রা সেনগুপ্ত বলেন, সকলেই সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে৷ তিন সন্তান বলে পঞ্চায়েত থেকে সহযোগিতা করার তেমন কোনও নিয়ম নেই৷ তবুও অফিসের কর্মীরা চাঁদা তুলে যতটা সম্ভব সহযোগিতা করেছি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here