কালাযাদু! সোনারপুরে ছেলের হাতে খুন মা

আমাদের ভারত, সোনারপুর, ১ মার্চ: ছেলের হাতে খুন হলেন মা। নিহতের নাম কাননবালা কর্মকার(৮১)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত কামরাবাদ শরৎ সরণী দক্ষিণ পাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় অভিযুক্ত বৃদ্ধার বড় ছেলে তারকনাথ কর্মকার। অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তারকনাথ। এ নিয়ে পরিবারে মাঝে মধ্যেই সদস্যদের সাথে অশান্তি বিবাদে জড়িয়ে পড়ছিলেন তিনি। আজ সকালে মায়ের সাথে বচসা বাঁধলে ধারাল দাঁ দিয়ে মাকে কোপ মারে অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাননবালা দেবীর। সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ও ঘটনার তদন্ত শুরু করেছে। খুনে ব্যবহৃত অস্ত্রটিকে উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনার জেরে এলাকার সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তারকনাথ মনে করতেন তার মায়ের অত্যাচারের কারণেই ১৮ বছর আগে তার স্ত্রী চলে যায়। এমনকি কাননবালা কালা জাদু জানতেন বলেও মনে করতেন তিনি। সেই কারণেই মাকে ধারালো দায়ের কোপে গলা কেটে খুন করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here