
আমাদের ভারত, হাওড়া, ২ মার্চ: সম্পত্তির লোভে ভাইপোকে খুনের চেষ্টা কাকার। ছেলেকে বাঁচাতে ছাদ থেকে ছুড়ে ফেলে দিল মা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদিশপুরের দেবীপাড়ায়।
অভিযোগ, ওই ব্যক্তি অমানুষিক ভাবে ভাইপোকে মারধর করে। ভাইপো সুব্রত সরকার (৩০) কে কাটারি দিয়ে কোপাতে তাকে কাকা অনুপ সরকার (৪৫)। ফলে ভাইপোর চোট গুরুতর। পাশাপাশি ভাইপোর বৌকেও কাটারি দিয়ে মারার চেষ্টা করেন ওই ব্যক্তি। এরপর ভাইপোর ছোট্ট শিশুকে কোপাতে গেলে ভাইপোর স্ত্রী নিজের সন্তানকে বাঁচাতে দোতলা থেকে নিজের সন্তানকে নীচে ছুঁড়ে ফেলে দেয়। ইতিমধ্যে এই ঘটনার ফলে চিৎকার চেঁচামেচিতে বাড়ির নীচে প্রচুর লোকজন জড়ো হয়ে যায়। নীচে দাঁড়িয়ে থাকা লোকজন বাচ্চাটিকে ধরে ফেলে। কাকার কাটারির কোপে গুরুতর আহত সুব্রত সরকারকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কোনা প্রাথমিক হাসপাতালে স্থানান্তর করা হয়। মাথায় ১৬ টি সেলাই করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।
অন্যদিকে এই ঘটনার পর পুলিশ এসে গেলে কাকা অনুপ সরকার পালানোর জন্য বাড়ির দোতলা থেকে ঝাঁপ দেন নিচে। ফলে তিনিও গুরুতর জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লিলুয়া থানার পুলিশ। অভিযুক্ত অনুপ সরকারকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করছেন পুলিশ আধিকারিকরা।
গত বছর ভাইপোর স্ত্রীকে শ্লীলতাহানী করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল কাকা অনুপ সরকারকে। মাস তিনেক জেলেও ছিলেন তিনি।