ভুবনেশ্বরে প্রতিযোগিতায় সফল মৌরুপা

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ ডিসেম্বর: ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত অল ওড়িশা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের রাজ্যস্তরীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “মহক”এ বিতর্ক, অঙ্কন এবং ইংরেজী হস্তাক্ষর  প্রতিযোগিতায় সফল হয়েছে ঝাড়গ্রামের ছাত্রী মৌরুপা শাসমল। বাবার কর্মসূত্রে সে ওড়িশার জগৎবল্লভপুর জেলার তিরতোল সেন্ট জেভিয়ার্স স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। মৌরূপা বিতর্ক, অঙ্কনে প্রথম এবং ইংরেজী হস্তাক্ষর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে। মৌরূপাদের গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ব্লকের মান্দার গ্রামে। বাবা পূর্ণেন্দু শাসমল ইস্ট কোস্ট রেলওয়ের কর্মী।মৌরূপার মা মিঠু শাসমল গৃহবধূ। পিতার কর্মসূত্রে মৌরূপা বোন মেঘনা আর  বাবা-মায়ের সাথে ওড়িশায় থাকে। মৌরূপার এই সাফল্যে খুশি তার স্কুল এবং  পরিবার। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here