
আমাদের ভারত, মালদা, ৯ মার্চ: গোষ্ঠী দ্বন্দে জেরাবার মালদা জেলা। বিজেপির বাড়বাড়ন্ত জেলায় কমাতে মৌসমকে নতুন রাজনৈতিক ঘুটি হিসাবে ব্যবহার করতে চলছে মমতা বন্দোপাধ্যায়। মৌসম বেনজির নূরের নাম রাজ্যসভার এমপি পদপ্রার্থী হিসাবে ঘোষণা হতেই উল্লাস জেলা তৃণমূল নেতৃত্বের। টিভিতে নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই দলীয় কার্যালয়ে ছুটে যায় জেলা তৃণমূল নেতা ও কর্মীরা। মালা পরিয়ে ও মিষ্টিমুখ করে অভিনন্দন জানানো হয় জেলা তৃণমূল সভানেত্রীকে।
রাজনৈতিক মহলের মতে, মালদা ও দিনাজপুরে গোষ্ঠী দ্বন্দ্বে জীর্ন তৃণমূল। তাই বিজেপির মোকাবিলায় মালদায় নতুন হাতিয়ার মৌসুম নূর ও দক্ষিণ দিনাজপুরে অর্পিতা ঘোষ। বরাবরই এই জেলায় ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই গত লোকসভা নির্বাচনে উত্তর মালদা আসন থেকে বিজেপির কাছে পরাজিত হওয়া দু’বারের সাংসদ মৌসুম নূরকে রাজ্যসভায় পাঠিয়ে আগামী বিধানসভা ভোটের আগে বিজেপি মোকাবিলায় নতুন ভাবে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।
মৌসুমকে বেছে নেওয়ার কারণ একদিকে কোতয়ালি ভবনের সদস্য তিনি, পাশাপাশি গত দুবারের সাংসদ থাকায় মুসলমান সম্প্রদায়ের সব মহলে গ্রহণযোগ্য পরিচিত মুখ। যেভাবে মালদা সহ উত্তরবঙ্গে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে তাতে উত্তরবঙ্গ জুড়ে একদিকে মৌসম বেনজির নূর অন্যদিকে বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষকে সামনে রেখে আগামী নির্বাচনে লড়তে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দমন ও উন্নয়নের কাজ আপাতত মৌসুমী করতে চান এই বার্তাই দিলেন মনে করছে রাজনৈতিক মহল।
মৌসুম নূর বলেন, দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই সুযোগ দিয়েছে। এর আগেও এমপি হওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে। দিদির এই সুযোগকে মালদা ও রাজ্যের উন্নয়নে কাজে লাগাতে চাই। দিদিকে অনেক ধন্যবাদ। এবার পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কথা বলতে পারবো।
জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, মানুষ বিজেপিকে চাইছে। যে যতই এমপি প্রার্থী হোক তাতে বিজেপিকে আটকাতে পারবে না। আগামী দিনে বিজেপি ক্ষমতায় থাকবে।