পারিশ্রমিক কমিয়ে দেওয়ার প্রতিবাদে জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিকাশ বিভাগে আন্দোলন প্রাণী বন্ধুদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ মার্চ: জলপাইগুড়ি প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অধীনে কর্মরত প্রাণীসেবী, প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রদের পারিশ্রমিক কমিয়ে দেওয়ার অভিযোগ উঠল। গবাদি পশুর ‘ব্রুসেলা’ সহ বিভিন্ন ভ্যাকসিন দিয়ে থকেন কর্মীরা। এরজন্য প্রতি ভ্যাকসিন পিছু ২৮ টাকা ৫০ পয়সা পারিশ্রমিক পান।দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পারিশ্রমিক মূল্য কমিয়ে ৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে বলে দাবি। এর প্রতিবাদে মঙ্গলবার জলপাইগুড়ির সদর ব্লক দফতরে আন্দোলন করে স্মারকলিপি তুলে দিলেন কর্মীরা। কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানো হয়। যদিও ঊদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে কাজ চলছে।

জেলার বিভিন্ন ব্লকে মোট ৩৭৭জন মহিলা ও পুরুষ জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধীনে কর্মরত। দীর্ঘদিন থেকে তাঁরা কাজ করে আসছেন। ‘ব্রুসেলা’ ভ্যাকসিন চার থেকে আট মাসের গবাদিপশুর ক্ষেত্রে একবার প্রয়োগ করা হয় গর্ভপাত রুখতে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তাঁরা বলে তাদের দাবি। একটি ভ্যাকসিন দেওয়ার জন্য কর্মীরা এতদিন ২৮ টাকা ৫০ পয়সা করে পারিশ্রমিক পেতেন। কয়েক মাস ধরে জেলার সব প্রান্তের কর্মীরা ভ্যাকসিন দেওয়ার কাজ করে আসছেন। নতুন করে এক নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে এখন থেকে একটি ভ্যাকসিক দেওয়ার জন্য কর্মীদের পারিশ্রমিক দেওয়া হবে ৮ টাকা ৫০ পয়সা। শুধু একটি ভ্যাকসিনের ক্ষেত্রে নয়, গবাদিপশুর বিভিন্ন রোগ রুখতে ২৬ টাকা দেওয়া হত কর্মীদের। সেটাও কমিয়ে ৬ টাকা করা হয়েছে বলে দাবি।

কর্মীদের তরফে সারাবাংলা প্রাণীসেবী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, এ আই ওয়ার্কার ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক কুদ্দুস আলম বলেন,”কাজ করানোর পর জানানো হচ্ছে পারিশ্রমিক কম দেওয়া হবে। এর প্রতিবাদে আমাদের আন্দোলন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *