প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় ব্যারাকপুরে নতুন পার্কের উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ জানুয়ারি:
প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল শিশুদের জন্য সুসজ্জিত পার্ক। রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন এই পার্কটির উদ্বোধন করেন রাজ্য সভার সাংসদ দীনেশ ত্রিবেদী।

নতুন পার্কটির নাম দেওয়া হয়েছে দীপাঞ্জলি। পার্কে শিশুদের খেলাধুলা ও মনোরঞ্জনের জন্য সব ব্যবস্থা আছে। প্রত্যেকদিন বিকেল বেলায় শিশুদের খেলা ধুলার জন্য পার্কটি খোলা থাকবে। নতুন এই পার্ক উদ্বোধন করে রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা বঙ্গবাসীরা ভাগ্যবান যে বাংলার মাটিতে জন্মেছি। এই মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নেতাজী বা বিবেকানন্দর মত মনীষীরা জন্মেছে। তাইতো বাংলার মনীষীদের নিয়ে গোটা পৃথিবীর মানুষ গর্ববোধ করে। বাংলার মুখ্যমন্ত্রী সর্বদা বলেন, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমরা সেই নির্দেশ পালন করছি। নতুন পার্ক উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা সকলেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here