স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ জুলাই: “হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়কে খুন করা হয়েছে, আর খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনার সিআইডি নয় সিবিআই তদন্তের দাবি করছি”। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের পরিবারের সাথে দেখা করতে এসে সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।
তিনি বলেন, এরাজ্যে কোনও মানুষই নিরাপদ নয়। রাজ্যের একজন বিধায়ক ও এলাকার জনপ্রিয় মানুষকে এভাবে হত্যা করা হল। এই ঘটনা রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে লজ্জার। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের হত্যার ঘটনার সিআইডি তদন্ত করলে চলবে না। নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আমরা। তাঁর প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বিধায়ক খুনের ঘটনায় সিআইডি তদন্ত কেন দিলেন, সিবিআই তদন্ত কেন দিচ্ছেন না। আজকের এই ঘটনার প্রতিবাদ ও ধিক্কার জানান বিজেপি সাংসদ খগেন মুর্মু।