করোনার লড়াইয়ে প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে বেতনের এক মাসের অর্থ ও সাংসদ তহবিলের ১ কোটি টাকা দিলেন বালুরঘাটের সাংসদ

আমাদের ভারত, বালুরঘাট, ২৯ মার্চ: করোনা মোকাবিলায় দেশবাসীর পাশে দাঁড়াতে প্রধান মন্ত্রীর আবেদনের পরেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বালুরঘাটের সাংসদ। রবিবার নিজের বেতনের এক লক্ষ টাকা সহ সাংসদ তহবিলের ১ কোটি টাকা প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। এদিন পার্লামেন্ট হাউজ ব্রাঞ্চের এসবিআই ম্যানেজারের কাছে চিঠি দিয়ে নিজের এক মাসের বেতন করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে দেওয়ার কথা জানিয়েছেন সাংসদ। একইসাথে তার সাংসদ তহবিল থেকে এক কোটি টাকাও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এদিন দেওয়া হয়েছে সাংসদের তরফে।

সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সকল দেশবাসীর এগিয়ে আসা উচিত। তিনি নিজের বেতনের এক মাসের অর্থ সহ সাংসদ তহবিলের এক কোটি টাকা প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে দিয়েছেন। সকলের প্রচেষ্টায় করোনার বিরুদ্ধে জয় হবে ভারতবাসীর বলেও দাবি করেছেন সাংসদ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here