মমতাকে নরখাদক বললেন সাংসদ সৌমিত্র খাঁ

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৩ জুলাই: “মমতা নরখাদক”– তারাপীঠে পুজো দিয়ে এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

আজ সোমবার নলহাটিতে বিজেপির একটি রক্তদান শিবির রয়েছে। ওই শিবিরে যোগ দিতে রবিবার সন্ধ্যায় তারাপীঠে আসেন সৌমিত্র খাঁ। সোমবার সকালে মা তারার পুজো দেন তিনি। এরপর উত্তর দিনাজপুরের হেমতবাদের বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুকে টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন নরখাদক। তিনি মানুষের রক্ত খেতে ভালোবাসেন। আমাদের বিধায়ককে তৃণমূল পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দিয়েছে। তিনি স্বাস্থ্য দফতরকে বেহাল করে দিয়েছেন। রাজ্যের অবস্থা বেহাল করেছেন।”

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ক্ষমা চাওয়া প্রসঙ্গে সাংসদ বলেন, “উনি ভালো ছলনা জানেন। এখন ক্ষমা চাইছেন। ভোট পেরিয়ে গেলে ফের গলাটিপে ধরবেন। তৃণমূলের ছলনা শেষ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *