মমতা বন্দ্যোপাধায় যতই চেষ্টা করুন মতুয়া ও নমঃশূদ্রদের ভোট পাবেন না, দাবি মুকুলের

আমাদের ভারত, বনগাঁ, ৩ ফেব্রুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন মতুয়া এবং নমঃশূদ্র ভোট উদ্ধার করতে পারবেন না। কারণ এতদিন পর তাদের আন্দোলনের ফসল ফলেছে কেন্দ্রীয় নাগরিকত্ব আইনের মাধ্যমে তারা নাগরিকত্ব পাচ্ছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও আর মতুয়া ভোট নিজের দিকে টানতে পারবেন না। সোমবার উত্তর ২৪ পরগণার বনগাঁয় সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে অভিনন্দন যাত্রা শেষে করে এই কথা বললেন মুকুল রায়।

এদিন বিজেপির অভিনন্দন যাত্রায় হাজার হাজার মানুষ যোগ দেন। প্রায় কুড়ি হাজার মানুষের মিছিল হয়। মিছিলে পা মেলান মুকুল রায়, সায়ন্তন বসু, শংকর চক্রবর্তী, সব্যসাচী দত্ত, বিশ্বজিত দাস, দেবদাস মণ্ডল, দুলাল বর সহ জেলার অন্যান্য নেতা নেত্রীরা।

তবে এই মিছিলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং স্থানীয় সাংসদ শান্তনু ঠাকুর ছিলেন না। কারণ তারা সংসদ অধিবেশনে রয়েছেন। তা সত্ত্বেও বিজেপির এই মিছিলে মানুষের ঢল নেমেছিল। এদিন বনগাঁ কালীবাড়ি মোড়ে জমায়েত হয়ে অভিনন্দন যাত্রা শুরু হয়। এই অভিনন্দন যাত্রা বনগাঁ মতিগঞ্জ ঘুরে, বনগাঁ বাটার মোড় হয়ে স্টেশন চত্বরে মিছিল শেষ হয়। সেখানে একটি সভা করে মুকুল রায় বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে কারও নাগরিকত্ব যাচ্ছে না। কেউ নাগরিকত্ব হারাচ্ছেন না, বরং কিছু মানুষ যারা এতদিন নাগরিকত্ব পাননি তারা নাগরিকত্ব পাচ্ছেন। যারা এর বিরোধিতা করছেন তারা মানুষকে বিভ্রান্ত করছেন। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এই আইনের ফলে কারও নাগরিকত্ব যাচ্ছে না। বরং হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পাচ্ছেন।

আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় আসছেন সভা করতে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে বিজেপির সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে মতুয়া সম্প্রদায় এখন বিজেপির দিকে ঝুঁকেছে। তাছাড়াও গত লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুর। তাই অভিনন্দন যাত্রায় বিরোধিতা করতে এবং মতুয়া ভোট টানতে মঙ্গলবার মমতা মিটিং করতে আসছেন বনগাঁয়। মুকুল রায়কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, যতই মিটিং-মিছিল করুন না কেন মতুয়া এবং নমঃশূদ্রদের আর নিজের দিকে নিতে পারবেন না। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে কমপক্ষে ১৭০টি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তলা থেকে গুনুন আপনি কত গুলি বিধানসভা পাবেন। ভারতীয় জনতা পার্টি ১৭০টি আসনে দাঁড়িয়ে আছে।

এই কথার পাল্টা জবাব দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, দিলীপ ঘোষের মতো পাগল হয়ে গিয়েছে মুকুল রায়, বিজেপি আগামী বিধানসভা ভোটে জোড়া সংখ্যা আসন পাবে না। ২-৩টে আসন ছিল তাই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *