
আমাদের ভারত, হুগলী, ৫ জানুয়ারি: জনসংযোগ বাড়াতে উত্তরপাড়ায় এলেন মুকুল রায়। রবিবার উত্তরপাড়া কাঁঠালবাজার এলাকা থেকে শুরু হয় বিজেপির জনসংযোগ যাত্রা। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংশোধনী নাগরিকত্ব আইন ও এনারসি নিয়ে মানুষকে বোঝান বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল।ভারতের কাউকেই তাড়ানো হবে না এই বার্তা দিতেই মানুষের বাড়ি বাড়ি যান মুকুল রায়। সাথে ছিলেন বিজেপি সভাপতি শ্যামল বোস।
অন্যদিকে সিএএ কেন ভারতবর্ষে লাগু করা উচিত, তার জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি, রাজ্যনেতা সায়ন্তন বসু এবং ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক হুগলী জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি ভদ্রেশ্বরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন।
ভদ্রেশ্বরের ১৭ নম্বর ওয়ার্ডে শরৎ কলোনি লেনে সিএএ নিয়ে সাধারণ মানুষকে বোঝালেন তারা। একই সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষকে ভুল বার্তা দিচ্ছেন বলেও সরব হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি।