মুকুল রায়ের থেকে রাজু ব্যানার্জির বাড়ির পুজোয় সাংগঠনিক নেতাদের ভিড় চোখে পড়ার মতো

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ অক্টোবর:
মুকুল রায়ের পুজোর থেকে রাজু ব্যানার্জির বাড়ির পুজোয় দলীয় নেতাদের আনাগোনা অনেক বেশি। এবছর রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু ব্যানার্জি বেলঘরিয়ায় নিজের বাড়িতে দুর্গাপূজা করেছেন। তাঁর বাড়ির পুজোতে হাজির হয়েছেন রাজ্য বিজেপি থেকে জেলার বিজেপির নেতারাও।

এবার মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে সল্টলেকে দুর্গাপুজোর আয়োজন করেছে বিজেপি। সেই পুজো নিয়েও দিলীপ ঘোষের সঙ্গে মতপার্থক্য ছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির। সল্টলেকে বিজেপির দুর্গাপূজার জৌলুস অনেক বেশি। ভার্চুয়াল সভার মাধ্যমে পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোর প্রচারও তাই অনেক বেশি ছিল। সল্টলেকের পুজোকে হাতিয়ার করে মুকুল রায় বাঙালি সমাজের মধ্যে জনসংযোগ বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। এককথায় সল্টলেকের পুজোর নেতৃত্ব দিয়ে দলে তাঁর সাংগঠনিক কর্তৃত্ব জাহির করেছেন মুকুল রায়। পুজোতে লকেট চট্টোপাধ্যায, সৌমিত্র খাঁ, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, শিব প্রকাশের মতো নেতারা হাজির ছিলেন। ষষ্ঠীর দিন পর্যন্ত সল্টলেকে রাজ্য বিজেপির দুর্গাপূজা ছিল যেন দলীয় নক্ষত্রদের সমাবেশ।

অন্যদিকে তুলনায় রাজু ব্যানার্জির বাড়ির দুর্গাপুজোয় জৌলুস অনেকটা কম থাকলেও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের দলীয় নেতাদের আনাগোনা অনেক বেশি ছিল। এসেছিলেন কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ,রাজ্য সংখ্যালঘু সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি চার্লস নন্দী। নবমীর দিন হাজির হয়েছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও দিলীপ ঘোষ ঘনিষ্ঠ সকল রাজ্য বিজেপি নেতাই হাজির হয়েছিলেন রাজ্য বিজেপির সহ-সভাপতির বাড়ির পুজোয়।

দুর্গাপুজো নিয়ে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি অনেকটাই সরগরম। কলকাতার বহু বিজেপি নেতাই এখন পুজো নিয়ে রীতিমতো জল মাপছেন। কার পুজোতে নিচুতলার সাংগঠনিক নেতারা বেশি উপস্থিত হয়েছিলেন তা নিয়েই কাটাছেঁড়া চলছে রাজ্য বিজেপির অন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *