মমতার সঙ্গে তলে তলে যোগাযোগ ছিল মুকুল রায়ের বললেন আলি আফজাল চাঁদ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ জুন:
মমতার সঙ্গে তলে তলে যোগাযোগ রাখতেন মুকুল রায়। এই দাবি করলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরামর্শ বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। উদ্দেশ্য সফল হতেই তৃণমূলে ফিরে গেলেন তিনি।

গতকাল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, মুকুল রায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ ছিল। সেই প্রশ্নে আলী আবজল চাঁদ বলেন, আমি বাবুল সুপ্রিয়র মন্তব্য সমর্থন করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ না থাকলে এত তাড়াতাড়ি তৃণমূলে যেতে পারতেন না মুকুল রায়। আার মুকুল রায় তৃণমূল থেকে পচা আলুদের নিয়ে এসেছেন। যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। তিনি ফিরতেই তার সমস্ত পচা আলুরা ফের তৃণমূলে ফিরছেন।

পাশাপাশি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সংযোজক আরও বলেন নতুন করে মমতার সঙ্গে যোগাযোগ হলে তৃণমূলে ফিরতে আরও একটু সময় লাগতো। সংবাদিকরাও এই খবর অনেকদিন বসে করতেন। পুরো টি-টোয়েন্টি ম্যাচের মতো এইভাবে গেম ওভার হতো না। মুকুল রায়কে হুঁশিয়ারি দিয়ে আলি আফজাল চাঁদ বলেন, এক মাঘে শীত যায় না, আপনি অপেক্ষা করুন পরবর্তী শীত আসার জন্য। ঐ শীতে আপনার জন্য কেউ গরম বস্ত্র নিয়ে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *