কামারপুকুর মঠে পুজো দিলেন মুকুল রায় ও তাঁর পরিবার

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ মার্চ:
পরিবারকে সঙ্গে নিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে গেলেন বিজেপির সর্ব ভারতীয় নেতা মুকুল রায়। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে শুভ্রাংশু, বৌমা শর্মিষ্ঠা ও দুই নাতি নাতনি।

.এদিন হোলি উপলক্ষে কামারপুকুর মঠে আসেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটান মহারাজের ঘরে। নিজের সন্তান ও নাতি নাতনির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন মহারাজের কাছে। তবে শুধু মাত্র যে পুজো দিতেই এসেছেন তা জানিয়ে দেন মুকুল বাবু ও শুভ্রাংশু। পাশাপাশি বিজেপির এই হেভি ওয়েট নেতা হঠাৎ কামারপুকুরে আসায় গুঞ্জন শুরু হয়েছে আরামবাগ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। কারণ কয়েক দিনের মধ্যেই নাম ঘোষণা হতে চলেছে পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকার। আর তার আগে এভাবে এই বিজেপি নেতার আরামবাগে আসা, সেই খবর কোনো বিজেপি কর্মী সমর্থক বা আরামবাগের বিজেপি নেতাদেরও জানা ছিল না। তবে কোনো নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ না করেই মঠে পুজো দিয়ে গেলেন বিজেপির সর্ব ভারতীয় নেতা মুকুল রায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here