রাজ্যের রাজনৈতিক অস্থিরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ মুকুলের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ নভেম্বর:
রাজ্যের রাজনৈতিক অবস্থা নিয়ে অমিত শাহকে রিপোর্ট দিলেন মুকুল রায়। মঙ্গলবার দিল্লিতে দলের সর্বভারতীয় সভাপতির কাছে এই রিপোর্ট দেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। বাংলায় উপনির্বাচনের শাসক দলের সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানান তিনি। বাংলায় রাজ্যের শাসক দলের সন্ত্রাস আটকাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান মুকুল রায়। তিনি বলেন, নির্বাচনের দিন রাজ্যে আক্রান্ত হচ্ছে প্রার্থীরা। সব দেখার পরেও পুলিশ একেবারে নিরব দর্শক। সকাল পর্যন্ত অভিযুক্তরা সকলেই এলাকায় ছিলেন। পুলিশ অভিযুক্তদের ধরতে কোনও তৎপরতা দেখায়নি বলে অমিত শাহর কাছে নালিশ ঠোকেন মুকুল রায়।

তিন কেন্দ্রের উপনির্বাচনে দল ভালো ফল করবে বলেও আশাবাদী মুকুল রায়। তার সঙ্গে বাংলার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে মুকুল রায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করে। বাংলার আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া হবার আর্জিও জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here