জয়প্রকাশ মজুমদারের উপর হামলার জন্য পুলিশ সুপারকে গ্রেফতারের দাবি মুকুলের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা: অবিলম্বে নদিয়ার পুলিশ সুপার ও জেলাশাসকের গ্রেফতার হওয়া উচিত বলে জানালেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার নির্বাচন কমিশন দফতরে এইকথা বলেন তিনি। মুকুল রায় বলেন, আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি প্রার্থীর উপর হামলা হচ্ছে। এদিন নদিয়ার করিমপুরে যেভাবে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলা হয়েছে তা মুখে বলার ভাষা নেই। রাজ্যে যে গণতন্ত্র নেই, নদিয়ার ঘটনাই তা প্রমাণ করে। অবিলম্বে এই ঘটনার জন্য নদিয়ার জেলাশাসক ও পুলিশ সুপারকে গ্রেফতার করার কথা বলেন মুকুল রায়।

তার সঙ্গে নদিয়ার উপনির্বাচনে গন্ডগোল হওয়ার জন্য রাজ্যের পুলিশ মন্ত্রীকে তিনি দায়ী করেন। তিনি বলেন, করিমপুরকে অশান্ত করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে বলেছেন আসনটি না জিতলে তার ফল খারাপ হবে। তাই ভোটের দিন অশান্তি তৈরি করতে পুলিশের মদত ছিল। বাংলায় এই ঘটনা ফের প্রমাণ করলো বাংলায় গণতন্ত্র নেই। ভোটের দিন বিরোধী দলের প্রার্থীরা সুরক্ষিত নয় বলে জানালেন মুকুল রায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here