
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৫ ডিসেম্বর:
রাস্তায় দাঁড়িয়ে বড়োদিনে ফুচকা খেলেন মুকুল রায়। বুধবার রাজ্য বিজেপির সদর দফতরের সামনে এদিন বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জির সঙ্গে ফুচকা খেলেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। দলের প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে পথশিশু ও দলের কর্মীদের ফুচকা খাওয়ান নারায়ণ চ্যাটার্জি। পাশাপাশি প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্মদিন পালন করেন নারায়ণ বাবু। প্রয়াত প্রধানমন্ত্রীর ছবিতে মিষ্টিমুখ করিয়ে তাঁর জন্মদিন পালন করেন তিনি।
নারায়ণ চ্যাটার্জি বলেন, আমরা সবাই অটলজিকে শ্রদ্ধা করি। তাই আজকের দিনে তাঁকে শ্রদ্ধা জানাতে দলের কর্মীরা একসঙ্গে দলীয় সদর দফতরের সামনে সমবেত হয়েছি। দলীয় কর্মীরা সবাই তাঁকে একসঙ্গে শ্রদ্ধা জানালাম বলে জানান বিজেপি নেতা নারায়ণ চ্যাটার্জি।