নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জুন: অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন মুকুল রায়। দিল্লি সূত্রের খবর, বিজেপির জাতীয় পরিষদের সদস্যকে কয়লা দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে। ২০২১ এর কথা মাখায় রেখে বাংলা থেকে দুজনকে মন্ত্রী করার চিন্তা ভাবনা শুরু করেছিল বিজেপি। তারমধ্যে মুকুল রায়কে বড়ো পদ দিয়ে বাংলায় তৃণমূলের বিদ্রোহীদের একটা বার্তা দিতে চাইছে বিজেপি। কারণ মুকুল রায় বিজেপিতে যোগদান করার পর মন্ত্রী সভায় ঠাঁই হয়নি প্রাক্তন রেলমন্ত্রীর। এমনকি রাজ্য সভাতেও নিয়ে যায়নি বিজেপি। আর তাতেই তৃণমূলের দুই চারজন বড়ো মুখ বিজেপিতে যোগদান করার ব্যাপারে আমতা আমতা করছিলেন। মুকুল রায়কে কেন্দ্রীয় মন্ত্রী করে একঢিলে দুই পাখি মারতে চাইছে দিল্লি। তৃণমূলের যোগ্য ব্যাক্তিরা বিজেপিতে আসলে তাদের পদ দেওয়া হবে। আর অন্যদিকে মুকুল রায়ের মন্ত্রীর ইমেজকে কাজে লাগানো যাবে ২০২১ এর জন্য।
তবে দলে মুকুল বিরোধীদের অবশ্য দাবি, মুকুল রায়কে মন্ত্রী করে রাজ্য বিজেপির সাংগঠনিক কাজ থেকে সরিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে মুকুল রায়ের মন্ত্রীত্বের কথা শুনে রাজ্য বিজেপিতে তার অনুগামীরা উজ্জোবিত। মুকুল রায়ের এক ঘনিষ্ঠ নেতা দাবি করেছেন, আগমীকাল অমিত শাহর সভা শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুকুল রায়। দিল্লিতে গিয়ে বিকেলেই সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। কিন্তু এখনও একটা কথা পরিস্কার নয়, মুকুল রায় কোনও রাজ্যের থেকে রাজ্য সভায় যাবেন। নিয়ম অনুযায়ী কয়লা মন্ত্রকের মন্ত্রীত্বের চেয়ারে তখনই তিনি বসতেই পারবেন যখন ছয় মাসের মধ্যে তাকে হয় লোকসভায় বা রাজ্য সভায় জিতে আসতে হবে। আগামী ছয় মাসের মধ্যে দেশে কোথাও লোকসভার আসনে ভোট নেই। কিন্তু কয়েকটি রাজ্যের রাজ্য সভার ভোট রয়েছে।