নীল বনিক, আমাদের ভারত, কলকাতা২১ জুলাই: রাজ্যের বিষয়ে আলোচনা করতে দিল্লিতে মুকুল রায়কে জরুরী তলব করলেন অমিত শাহ। মঙ্গলবার সকালেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেন বলে সূত্রের খবর। এদিন দুপুরে ২.৪০টা মর বিশেষ বিমানে দিল্লিতে যাচ্ছেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য।
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কয়েকদিন ধরে সরব হয়েছেন এরাজ্যের বিজেপি সাংসদরা। রাজ্যপাল জগদীপ ধনকরও রাজ্যে পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন। দর্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা চোপড়ার ঘটনায় অমিত শাহকে নালিশ জানিয়েছেন। হেমতাবাদের বিধায়ক খুনের ঘটনায় তৃণমূলকে দায়ি করে বিজেপির প্রতিনিধি দল অমিত শাহর দ্বারস্থ হয়েছিল। তারপরেই অমিত শাহর মুকুলকে জরুরী তলবে জোর গুঞ্জন শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তবে এবিষয়ে মুকুল রায় সংবাদ মাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি।
এই রক্ত পিপাসী ডাইনি বুড়ি চলে গেলে হাঁফ ছেড়ে বাঁচা যায়। কত মায়ের কোল ফাঁকা করেছে ,কত মা বোনের ইজ্জত লুঠ করেছে এই রাক্ষুসী ।