মমতা ও তাঁর প্রশাসনকে চাপে রাখতে বাংলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী করছেন অমিত শাহ!

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ জুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়াতে বাংলা থেকে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী করার পরিকল্পনা করেছে দিল্লি। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল ঘটাতে পারেন প্রধানমন্ত্রী। তাতে বাংলার দুজন সাংসদকে প্রতিমন্ত্রী করা হতে পারে বলে খবর। অমিত শাহ চাইছেন ২০২১ এর কথা মাথায় রেখে বাংলার দুজন সাংসদকে মন্ত্রী করতে। তারমধ্যে একজনকে নিজের দফতরের সহকর্মী করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপি বারবার অমিত শাহের কাছে এ রাজ্যের পুলিশ কর্তাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছে। পুলিশি জুলুম নিয়ে কেন্দ্রীয় নেতারাও একাধিকবার রাজ্যের কয়েকজন পুলিশ কর্তার বিরুদ্ধে সরব হয়েছেন। ২০২১ এর আগে রাজ্যের সেইসব পুলিশ কর্তাকে চাপে রাখতে বাংলা থেকে স্বরাষ্ট্র দফতরের পতিমন্ত্রী করতে চাইছে দিল্লি।

তবে কাকে এমন গুরুত্বপূর্ণ মন্ত্রকে বসানো হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু মুকুল রায়ের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে বলে খবর। এছাড়া কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের নাম শোনা যাচ্ছে। তবে মুকুল রায় বা অন্য কোনও বিজেপি সাংসদ স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব পেলে তা রাজ্য বিজেপির জন্য লাভ হবে। রাজ্য বিজেপির নেতাদের বাংলার আইপিএসদের বিরুদ্ধে নালিশ জানাতে আর দিল্লিতে ছুটতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *