উপনির্বাচনে ব্যবধান বাড়বে: মুকুল রায় 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ নভেম্বর: খড়্গপুর উপনির্বাচনে দলের প্রার্থী প্রেমচাঁদ ঝাঁকে নিয়ে হুডখোলা গাড়িতে একসঙ্গে প্রচার করলেন বিজেপির দুই নেতা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়। রবিবারের সন্ধ্যায় দলীয় প্রার্থীর প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করে মুকুল রায় জানান, “এবারে কংগ্রেস ও সিপিএম একসঙ্গে হওয়ায় ব্যবধান বাড়বে। দু’হাজার ষোল সালের বিধানসভায় ব্যবধান ছিল মাত্র চার শতাংশ। তাই এবারে আমরা আরও বেশি ব্যবধানে জিতব।”

এদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে মুকুল রায় বলেন, “ওর ট্র্যাক রেকর্ড খুব খারাপ। যে কটা কেন্দ্রের দায়িত্ব নিয়েছেন সবগুলোতে হেরেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here