“নৈতিক বোধ থাকলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিক মুকুল রায়”, বললেন দিলীপ ঘোষ

নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ১৫ জুন: ক্ষমতা ভোগ করার জন্য বিধায়ক পদ ছাড়ছেন না মুকুল রায়। আজ কলকাতায় দলীয় অফিসে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি মুকুল রায়কে প্রথম জয়ের স্বাদ দিয়েছে। তারপরও তিনি দল ত্যাগ করেছেন বলে জানান বিজেপি রাজ্য সভাপতি।

মুকুল রায় বরাবর ক্ষমতার সঙ্গে থাকতে ভালোবাসেন। আর ক্ষমতা ভোগ করতেই তিনি তৃণমূলে গিয়েছেন। তার তৃণমূলে যাওয়া নিয়ে বিজেপি ভাবছে না। কিন্তু মুকুল রায় কখনই মতাদর্শ নিয়ে রাজনীতি করেন না। মতাদর্শ সামান্য থাকলে বিধায়ক পদটা ত্যাগ করতেন। আসলে বিধায়ক না থাকলে অনেক ক্ষমতা পাবেন না। ক্ষমতা ভোগ করতেই পদটা আঁকড়ে রেখেছেন। সামান্য নৈতিকতাবোধ থাকলে তিনি বিধায়ক পদ ছাড়তেন।

মুকুল রায়ের পাশাপাশি তৃণমূলের নৈতিকতাবোধ নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমাদের দলে বিধায়করা এসেছিলেন ইস্তফা দিয়ে। আর তৃণমূল সরাসরি মুকুল রায়কে কাজে লাগিয়ে বিধায়ক কেনার চেষ্টা করছে বলে জানান দিলীপ ঘোষ।

One thought on ““নৈতিক বোধ থাকলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিক মুকুল রায়”, বললেন দিলীপ ঘোষ

  1. Sulata samajdwer says:

    3_60bachar boisi mohila o rehai pacheyena dharshan hoche amra kon rajye baskorchi? Ma mati manuser 3barer sarkarer c.m apnnar mayera dharshita hochen apniki nirab darsak haben r bolben naki fek bole urye deben?dhanyabad amader barat ke manuser kache tule dharar janya.

Leave a Reply to Sulata samajdwer Cancel reply

Your email address will not be published. Required fields are marked *