ময়ূরেশ্বরে একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড, অভিযোগ বিজেপির

আশিস মণ্ডল, রামপুরহাট, ৪ জুন: একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড। কিন্তু প্রকৃত প্রাপক হাতে একটি কার্ড পেলেও বাকি কার্ডের রেশন সামগ্রী তুলে নিচ্ছে ডিলার। এই অভিযোগে বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের খাদ্য ও সরবরাহ আধিকারিককে বিক্ষোভ দেখাল বিজেপি। অবিলম্বে ভুয়ো কার্ড বাতিলের দাবি জানিয়েছেন তারা। এদিকে বিক্ষোভ চালাকালিন ডিলারের লোকজন বিজেপির উপর চড়াও হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের তালোয়া গ্রাম পঞ্চায়েতের কামরাঘাট, দারুরি ও গৌরবাজার এলাকার রেশন ডিলারের অধীনে এক ব্যক্তির নামে একাধিক রেশন কার্ডের হদিশ মিলেছে। শুধু কামরাঘাট সংসদ এলাকাতেই রয়েছে ৩০ জনের একাধিক কার্ড। কোনও কার্ড আর কে এস ওয়াই এক আবার কোনও কার্ড আর কে এস ওয়াই দুই। কারও আবার একাধিক পি এইচ এইচ কার্ডও রয়েছে।

কামরাঘাট সংসদের আড়াল গ্রামের বাসিন্দা বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রীর নামে রয়েছে তিনটি রেশন কার্ড, ছেলের নামে রয়েছে দুটি, মায়ের নামে রয়েছে তিনটি কার্ড। তাঁর কাকা, ভাইপো এবং পিসির নামে দুটি করে কার্ড রয়েছে কাগজ কলমে। অতনুবাবুর দাবি, তাঁর পরিবার এবং আত্মীয়দের হাতে একটি করে কার্ড দেওয়া হয়েছে। অথচ বাকি কার্ডগুলিতে রেশন সামগ্রী তুলে বিক্রি করেছে ডিলার। এই অভিযোগ নিয়ে আজ ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিডিও অফিসে খাদ্য ও সরবরাহ আধিকারিকের কাছে দেখা করতে যান অতনুবাবু। অভিযোগ সে সময় ডিলার সিরাজুল হকের ছেলেরা অফিসের মধ্যে অতনুবাবুকে প্রাণনাশের হুমকি দেয়। এই মর্মে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অতনুবাবু বলেন, “আমার এলাকাতেই এরকম ত্রিশটি ভুয়ো কার্ড রয়েছে। এই সমস্ত কার্ডের সামগ্রী ডিলাররা হজম করছে। তাই অভিযোগ জানানোয় প্রাণনাশের হুমকি দিয়েছে”।

খাদ্য ও সরবরাহ আধিকারিক রঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, “আবেদনের ভিত্তিতে রেশন কার্ড করা হয়েছে। কেউ কেউ একাধিকবার আবেদন করার ফলে একাধিক নাম উঠেছে। পুনরায় আবেদন করলে সেই কার্ড বাতিল করা হচ্ছে। তবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করলে ভুয়ো কার্ড ধরা পরবে। করোনার জন্য সেই কাজ কিছুটা ব্যহত হল। তবে ওই কার্ডে রেশন সামগ্রী উঠেছে কিনা তা তদন্ত করা হবে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *