মেদিনীপুরে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করলেন পৌর প্রশাসক 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: মেদিনীপুর শহরে ফুটপাত দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের সতর্ক করলেন পৌর প্রশাসক দীননারায়ণ ঘোষ। ফুটপাত দখল করে যারা সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। মেদিনীপুর শহরে ফুটপাত দখল করে ব্যবসা দীর্ঘদিনের। কিন্তু তা ক্রমশ ফুটপাত ছাড়িয়ে রাস্তার উপর চলে আসছে। বার বার অভিযোগ উঠেছিল রাস্তা দখল করে ব্যবসা চালানোর। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে।

মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ হাসপাতাল যাওয়ার মূল রাস্তার উপর চাপ বাড়ছে ক্রমশই, পাশাপাশি কিছু ব্যবসায়ী ফুটপাত ছাড়িয়ে রাস্তার উপর বসেই একরকম ব্যবসা চালাচ্ছিল। তারপরই টনক নড়ে প্রশাসনের। অবশেষে আজ মেদিনীপুর পৌরসভার প্রশাসক তথা সদর মহকুমা শাসক দীন নারায়ণ ঘোষ পৌরসভার কর্মীদের সাথে নিয়ে সতর্ক বার্তা দিতে রাস্তায় নামেন।

মহকুমা শাসক জানান, আজ শুধুমাত্র সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যদি একই অবস্থা চলতে থাকে তাহলে জরিমানা নেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *