ছেলে অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়েছে, আক্রোশে বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন

আমাদের ভারত, আরামবাগ, ১২ ফেব্রুয়ারি: ছেলে প্রতিবেশির স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। সেই কারণে তাঁর বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের বালিতে। নিহতত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ রুইদাস (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্রনাথ রুইদাসের ছোট ছেলে রিন্টু রুইদাস স্থানীয় বাসিন্দা প্রতাপ মল্লিকের স্ত্রীকে এক মাস আগে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে প্রতাপ মল্লিকের সঙ্গে রবীন্দ্রনাথ রুইদাসের পরিবারের সঙ্গে প্রায়ই গন্ডগোল হতো। আজ স্থানীয় শিবকুঠী মাঠের কাছে একটি হরিসভায় সালিশি সভা বসে। সেই সময় রবীন্দ্রনাথ ও প্রতাপের মধ্যে বচসা হয়। হঠাৎই বাঁশ দিয়ে আক্রমণ চালায় প্রতাপ। বাঁশের আঘাতে মৃত্যু হয় রবীন্দ্রনাথের।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে গাঢাকা দেয় প্রতাপ। ঘটনাস্থলে যায় গোঘাট থানার পুলিশ।

তৃণমূল কংগ্রেসের সক্রিয় বুথ সদস্য হিসেবে পরিচিত ছিলেন রবীন্দ্রনাথ রুহিদাস। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি, বিজেপির যোগাযোগে এই খুনের ঘটনা ঘটেছে। অপরদিকে বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, এই খুনের ঘটনা পরকীয়া ঘটনার জেরে ঘটেছে। এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। তৃণমূল সব বিষযয়ে রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। গোঘাট থানার পুলিশ প্রতাপের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here