এটিএম গ্রাহকদের চুরি যাওয়া টাকা উদ্ধার করল মুর্শিদাবাদ জেলা পুলিশ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ ডিসেম্বর: এটিএম থেকে গ্রাহকদের চুরি যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ। এক লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। ধৃত ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারের বাসিন্দা।

জানা গেছে, যারা এটিএম থেকে টাকা তুলতে পারেন না, তাদের সাহায্য করতে এগিয়ে আসত এই ব্যক্তি। সেই সময় সে সাহায্য করার নামে আসল এটিএম কার্ড পাল্টে দিয়ে নকল এটিএম দিয়ে দিত। তারপরে সেই এটিএম থেকে টাকা তুলে নিত। ধৃতের কাছ থেকে এরকম বহু এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ।

আজ মুর্শিদাবাদ পুলিশ সুপার কে সাবরী রাজকুমার একটি সাংবাদিক বৈঠক করে জানান গত কয়েক মাস ধরে এটিএম গ্রাহকদের টাকা চুরি হয়ে যাচ্ছিল। পুলিশ কান্দি মহকুমার সালার থানা ও ভরতপুর থানা এলাকায় অভিযান চালায়। এসডিপিও এবং ওসি টাকা চুরির ঘটনায় ডায়মন্ড হারবারের ফুলেশ্বরের বাসিন্দা শামীম নস্করকে গ্রেপ্তার করে। এটিএম থেকে ২ লক্ষ্য ২০ হাজার টাকা চুরি হয়। বিভিন্ন রকম ভাবে সিসিটিভি ফুটেজ দেখে আসামি কে গ্রেফতার করা হয়। এখনো পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। যাদের টাকা চুরি হয়েছে তাদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার জানান, এটিএম গ্রাহকদের প্রতি আবেদন থাকবে তারা বুঝতে না পারলে এটিএম সিকিউরিটির সাহায্য নিন, অচেনা ব্যক্তির সাহায্য নেবেন না, মেসেজ ফলো করুন, অসুবিধা মনে হলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here