কোন্নগড়ে বেশকয়েকটি গরিব পরিবারের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দিলেন সঙ্গীত শিল্পী শুভায়ন চক্রবর্তী

আমাদের ভারত, হুগলী, ২ এপ্রিল: তথাকথিত চীনা ভাইরাসের কারণে দেশ জুড়ে লকডাউন।কর্মহীন হয়ে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। তাই দেখে ঘরে না বসে এগিয়ে এলেন কোন্নগরের সংগীত শিল্পী শুভায়ন চক্রবর্তী। রাজ্যে সরকার থেকে শুরু করে এলাকার ছোটখাটো ক্লাব সবাই এগিয়ে এসে কেউ চাল, ডাল তো কেউ আলু, পেঁয়াজ বিলি করছেন কর্মহীন মানুষ গুলোর মধ্যে। এদিন কোন্নগড়ে বেশকয়েকটি পরিবারের হাতে বিরিয়ানি তুলে দেন শুভায়ন চক্রবর্তী।প্রথমে কোন্নগর বেঙ্গলফাইন মোড় এলাকায় বিরিয়ানী দেওয়া হয়। শুভায়ন চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের জন্য যখন সবাই চাল, ডাল নিয়ে এগিয়ে আসছেন তখন আমি ভাবলাম আমরা যদি একটু মুখের সাদ পাল্টাতে পারি তাই বিরিয়ানী খাওয়ানোর ব্যাবস্থা করলাম। আমরা যদি ভালোমন্দ খেতে পারি তাহলে এই গরিব মানুষগুলো কেন খেতে পারবে না। তাই আমি নিজেই এই মানুষ গুলোর কথা ভেবে এগিয়ে এলাম। শুধু আজকেই না আগামী কয়েকদিন এদের পাশে থেকে আমি এদের জন্য এই পরিষেবা দিতে চাই।

রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন প্রোটিন খেতে, অনেক পরিবার আছে ঠিক মতো দু বেলা খেতে পারে না। তাই আজকে বিরিয়ানী খাওয়ালেন আমাদের এলাকার বিশিষ্ট সঙ্গীত শিল্পী এমনটাই দাবি এলাকার বাসিন্দা জয়ন্ত চক্রবর্তীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *