১০ টাকায় মাস্ক, ১০০ টাকায় স্যানিটাইজার, মূল্য নির্ধারণ করে দিল সরকার

আমাদের ভারত,২১ মার্চ:আগেই মাস্ক ও স্যানিটাইজারকে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় এনেছিল সরকার। এবার এই দুটি পণ্যের দামও নির্দিষ্ট করে দিল সরকার। শনিবার সকালে টুইট করে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাশ পাশওয়ান। করোনা ভাইরাস মহামারীর আকার নেওয়ায় দেশজুড়ে মাস্ক ও স্যানিটাইজারের আকাল দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় ইচ্ছাকৃত দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগ পেতেই কেন্দ্রীয় সরকার এই দুই পন্যের দাম বেঁধে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

পাশোয়ান জানিয়েছেন অত্যাবশ্যকীয় পণ্যের আইনের অধীনে টু প্লাই ও থ্রি প্লাই মাস্ক এর দাম একই রাখা হয়েছে। এক্ষেত্রে ১২ ফেব্রুয়ারির মূল্য অনুযায়ী এই মূল্য নির্ধারণ করা হয়েছে। খুচরা বিক্রির ক্ষেত্রে এই মূল্য হবে ৮ টাকা এবং কোনোভাবেই তা ১০ টাকার বেশি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে স্যানিটাইজারের সর্বোচ্চ মূল্য হবে ১০০ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ২০০ মিলি স্যানিটাইজার এর সর্বোচ্চ মূল্য কোন ভাবেই ১০০ টাকার বেশি নেওয়া যাবে না। আর এই নিরিখে অন্য মাপের স্যানিটাইজারের মূল্য নির্ধারিত হবে বলে জানিয়েছেন তিনি। আগামী ৩০ জুন পর্যন্ত এই মূল্য বলবৎ থাকবে।

এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৮। সারা পৃথিবীতে ১০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here