ক্যাবের প্রতিবাদে মুসলিম সংগঠন, উলুবেড়িয়ায় রেল, জাতীয় সড়ক অবরোধ

আমাদের ভারত, হাওড়া, ১৩ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উলুবেড়িয়ায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ। এই অবরোধ করেছে একটি মুসলিম সংগঠের সদস্যরা। অবরোধের ফলে নম্বর জাতীয় সড়ক দীর্ঘসময় ধরে বন্ধ রয়েছে, দুপাশে দাড়িয়ে রয়েছে শ’য়ে শ’য়ে গাড়ি। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কার্যত দর্শক দর্শকের ভূমিকায় রয়েছে। পরে তারা উলুবেড়িয়া স্টেশনে রেল অবরোধ করে।

দু’ঘণ্টারও বেশি সময় ধরে উলুবেড়িয়ায় অবরুদ্ধ জাতীয় সড়ক। উলুবেড়িয়ার নরেন্দ্র সিনেমা মোড়ে অবরোধ করে একটি মুসলিম সংগঠনের সমর্থকরা। কয়েক হাজার সমর্থক রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে দু’পাশে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী যারা দীঘা থেকে ফিরছিলেন তারাও এই অবরোধের ফলে দীর্ঘ সময় আটকে রয়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করতে হবে। এই দাবিতে জাতীয় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা। প্রথমদিকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গিয়েছিল, কিন্তু বিক্ষোভকারীদের তাড়া খেয়ে পুলিশ কার্যত দৌড়ে পালিয়ে যায়। এখন পুলিশ সেখানে নীরব দর্শকের ভূমিকায় দূরে দাঁড়িয়ে রয়েছে।

একইভাবে বিক্ষোভ চলছে কিছুটা দূরে কালিনগরে। সেখানে উলুবেড়িয়া–শ্যামপুর রোড অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা। প্রায় এক ঘন্টা ধরে সেখানেও এই বিক্ষোভ চলছে। ফলে সেই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
পরে তারা রেল অবরোধ করে এর ফলে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here