ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু পাচার বন্ধে বিএসএফের কাছে ডেপুটেশন জমা দিল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ

আমাদের ভারত, নীল বণিক, কলকাতা, ২৫ সেপ্টেম্বর:
রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু পাচার রুখতে বিএসএফের কাছে স্মারকলিপি জমা দিল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। শুক্রবার মুর্শিদাবাদ রেঞ্জের বিএসএফের ডিআইজির কাছে স্মারকলিপি জমা দিল সংঘ ঘনিষ্ঠ সংগঠনটি। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের চার সদস্যের এক প্রতিনিধি দল বিএসএফের ডিআইজির কাছে যান।

সংগঠনের রাজ্য সংযোজক আলি আফজল চাঁদ বলেন, মুর্শিদাবাদে গরু পাচারকারীরা অনেকদিন ধরেই সক্রিয়। আর এই সুযোগে সংখ্যালঘু অধ্যুষিত জেলায় জঙ্গি কার্যকলাপও বাড়ছে। গরু পাচারকারীদের সঙ্গে জঙ্গিদের একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। গরু পাচার বন্ধ না হলে জঙ্গিদের অর্থ সাহায্য বন্ধ হবে না। তার জন্যই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ গরু পাচার বন্ধ করার জন্য বিএসএফের কাছে আবেদন জানাল।

পাশাপাশি মুর্শিদাবাদ, মালদা ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়ছে। বিএসএফকে আরও কঠোরভাবে সীমান্ত প্রহরার কাজ করতে হবে। না হলে জঙ্গিদের আটকানো চ্যালেঞ্জ হবে বলে জানালেন আলি আফজল চাঁদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *