পশ্চিম মেদিনীপুরের তিনটি আসনে সংখ্যালঘু প্রার্থী দাবি করল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৯ অক্টোবর:
দিলীপ ঘোষের গড় পশ্চিম মেদিনীপুরে তিনটি আসনে সংখ্যালঘু প্রার্থীর দাবি জানাল সঙ্ঘ ঘনিষ্ঠ সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। সন্ত্রাস কবলিত কেশপুরে লড়াইয়ের আওয়াজ উঠল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের জেলা সম্মেলন। বৃহস্পতিবার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের জেলা সম্মেলন হয় পশ্চিম মেদিনীপুরের বেলদায়। সেই সম্মেলনেই সংঘ ঘনিষ্ঠ সংগঠনের প্রতিনিধিরা আওয়াজ তোলেন কেশপুরে লড়াই করব আমরা।

মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য সংযোজক আলি আফজাল চাঁদ এই বিষয়ে বলেন, আমরা সামাজিক সংগঠন। তবে বিজেপির সঙ্গে মতাদর্শ এক হওয়ায় আমাদের সংগঠনের সদস্যরা ভোটে লড়াই করতে পারেন। শুধুমাত্র তারা বিজেপির টিকিটে লড়াই করতে পারবেন। কেশপুরে বহু সংখ্যালঘু ভোটার রয়েছে। তাই সংখ্যালঘু সমাজ চাইছে সন্ত্রাসহীন কেশপুরে সংখ্যালঘু প্রার্থী হোক। এইজন্য সম্মেলনে আগত প্রতিনিধিরা আওয়াজ তুলেছিলেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কোনও সদস্য বিজেপির টিকিটে দাঁড়ালে দাঁতে দাঁত দিয়ে তারা লড়াই করবে।

অন্যদিকে একই বিষয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পশ্চিম মেদিনীপুরের জেলা সংযোজক নূর হোসেন খান বলেন, জেলায় তৃণমূলের সন্ত্রাস প্রতিহত করতে অনেক দিন ধরেই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সক্রিয়। স্বাভাবিকভাবেই তারা ভোটের লড়াই করার জন্য আওয়াজ তুলেছেন। খড়গপুর গ্রামীণের ৬০% সংখ্যালঘু ভোট এছাড়াও দাঁতনে প্রায় ৫২% সংখ্যালঘু ভোট। নারায়ণগড়ে সংখ্যালঘু ভোট যথেষ্ট রয়েছে। আমাদের সংগঠনের তরফে বিজেপি কাউকে প্রার্থী করবে কি না তা আমরা বলতে পারি না। কিন্তু সামনের ২০২১-এর লড়াইয়ে আমরা তৃণমূলকে প্রতিহত করতে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে লড়াই করব বলে জানিয়েছেন নূর হোসেন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *