নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৬ জানুয়ারি:
মুসলিম ভোট টানতে সংঘের নির্দেশে রাজ্যে প্রচারে এসেছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ন্যাশনাল কনভেনার মোহাম্মদ আফজল। ২৭ শে ডিসেম্বর তিনি কলকাতায় এসেছেন। এরপর টানা রাজ্যজুড়ে শাসকদলের বিরুদ্ধে প্রচার করছেন মহম্মদ আফজল।
প্রথমেই উত্তর ২৪ পরগনার সংখ্যালঘু প্রভাবিত বিধানসভা আমডাঙা দিয়ে তিনি প্রচার শুরু করেছেন। সেখানে স্থানীয় মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্য শহিদুল হকের আয়োজনে চায় পে চর্চার কর্মসূচিতে যোগদান করেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ন্যাশনাল কনভেনার। এরপর তিনি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে একটি জনসভা করেন। এরপর তিনি সোজা নদীয়ার সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা চাপড়াতে একটি জনসভা করেন। সব জায়গাতেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আওয়াজ তোলেন তিনি।
নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গের মালদাতে কর্মসূচি নেয় রাজ্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলার চাঁচোল, সুজাপুর, মানিকচকে সভা করেছেন আরএসএস পন্থি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এই কেন্দ্রীয় নেতা।
উত্তরবঙ্গ সফরের শেষ করেই এরপর জঙ্গলমহলে সভা করছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। ৫ ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর দাঁতনে সভা হয়েছে।
প্রসঙ্গত , রাজ্যের মুসলিমদের ভোট টানতে সক্রিয় হয়েছে মিম। ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীকে নিয়ে এরাজ্যে জমি তৈরিতে ব্যস্ত মিম। তার মধ্যেই রাজ্যের সংখ্যালঘু ভোট বিজেপিতে টানতে প্রচার শুরু করেছে সঙ্গে ঘনিষ্ঠ সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। সংগঠনের রাজ্য সংযোজক আলি আফজল চাঁদ বলেন, সংঘের মার্গ দর্শক ইন্দ্রেস কুমারের নির্দেশেই এই প্রচার অভিযান কর্মসূচি নিয়েছেন তারা। আজ ৬ জানুয়ারি তাদের বিশেষ প্রচার শেষ হচ্ছে।
রাজ্যের সংখ্যালঘুদের উন্নয়নে কি করনীয় তার একটি রিপোর্ট কার্ড তৈরি হচ্ছে। যে রিপোর্ট কার্ড বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন আলি আফজল চাঁদ।