প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টা পুরুলিয়ার পাড়ায়, গ্রেফতার অভিযুক্ত মুস্তাক

সাথী দাস, পুরুলিয়া, ১৫ ডিসেম্বর: প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে ছুরি মারল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার পাড়া থানার উদয়পুরে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  পুরুলিয়া সদর হাসপাতালের আই সি সি ইউতে ভর্তি ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে আজ সেখানে যান বিজেপি ও তৃণমূলের নেতারা। তাঁরা কঠোর ভাষায় এই ঘটনার নিন্দা করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল পাড়া থানার উদয়পুর এলাকায় ঘটেছে ঘটনাটি। দুর্গা রাই ( পরিবর্ত নাম ) নামে দশম শ্রেণির ছাত্রী টিউশন থেকে ফেরার সময় তাকে মুস্তাক আনসারী নামে এক যুবক প্রেম নিবেদন করে। ছাত্রীটি সরাসরি না বললে সে ছুরি বার করে ওই ছাত্রীর পেটে আঘাত করে। এরপর পালিয়ে যায় ওই যুবক। স্থানীয়ভাবে জানা গেছে, ওই যুবক প্রায়ই স্কুলছাত্রীটিকে উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিল ওই ছাত্রীর পরিবারও। পেশায় দিন মজুর মুস্তাক প্রেম প্রত্যাখ্যান করলে ছাত্রীকে মারার ভয় দেখাত।

ওই ঘটনার পর আজ অভিযুক্ত মোস্তাককে গ্রেফতার করে পাড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here