গঙ্গারামপুরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব সাংসদ

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ নভেম্বর : বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। খুনের অভিযোগ পরিবারের। তৃণমূল আশ্রিত দুস্কৃতিরাই শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ বালুরঘাটের বিজেপি সাংসদের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সুকদেবপুরে এই ঘটনা ঘিরে তুমুল শোরগোল হয়। সুকদেবপুরের শালবাগান এলাকার একটি নালা থেকে ওই বিজেপি নেতার দেহ গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত ওই বিজেপি নেতার নাম স্বাধীন রায়(৫২)। বাড়ি সুকদেবপুরের বাঁশপাড়া গ্রামে। পেশায় স্বাধীন সব্জি বিক্রেতা হলেও দলের একজন সক্রিয় নেতা হিসাবেই পরিচিত ছিল এলাকায়। নিজের মোটর বাইকে করেই সব্জি বিক্রি করতে গিয়েছিল মৃত ওই বিজেপি নেতা। এদিন মোটর বাইক থেকে বেশ কিছু দুরে একটি নালা থেকে তার দেহ উদ্ধার করে স্থানীয়রা। তবে গলায় ও শরীরের বেশকিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন পরিবারের লোকেরা। যার থেকেই এই ঘটনাকে খুন বলেই জোরালো দাবি তুলেছে পরিবারের লোকেরা। যদিও ঘটনার পরেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকও করেছে পুলিশ।

মৃতর আত্মীয়রা বলেন, সব্জি বিক্রি করতেই বাড়ি থেকে বের হয়েছিল সে। বিজেপির একনিষ্ঠ ও সক্রিয় নেতা হিসাবেই পরিচিত ছিল তার। মৃত্যুর সঠিক কারন এবং এর পিছনে কারা জড়িত রয়েছে তা খুজে বের করুক পুলিশ।

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা তাদের কর্মীদের খুন করছে। এই ঘটনাও তার বাইরে নয়। দলের একনিষ্ঠ কর্মীর পাশাপাশি বুথ সভাপতি ছিলেন তিনি। এলাকায় তার প্রভাব বাড়তেই শ্বাসরোধ করে খুন করেছে তৃণমূল।

বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা তৃণমূল সভাপতি গৌতম দাসের বক্তব্য, যেকোনো মৃত্যুই বেদনাদায়ক। তবে এই ঘটনার পিছনে কোন রাজনৈতিক ব্যাপার জড়িয়ে নেই। বিজেপি ভোটের আগে মিথ্যে কথা বলে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *