স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১১ ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ডিমরুল্লা এলাকায় বেঙ্গল টু বেঙ্গল সড়কে। মৃত ওই অঞ্চল সভাপতির নাম ফুল মহম্মদ। পন্ডিতপোতা-১ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি ছিলেন ফুল মহম্মদ। ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ফুল মহম্মদকে।
জানাগেছে, ইসলামপুর শহরের ডিমরুল্লা এলাকায় সড়ক দিয়ে গতকাল রাতে সাইকেলে চেপে ঘোড়ামারায় বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পন্ডিতপোতা-১ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি ফুল মহম্মদ। সাইকেলে চেপে বাড়ি যাবার সময় সম্ভবত কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ফুল মহম্মদ। স্থানীয়রা ছুটে এসে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তৃণমূল অঞ্চল সভাপতি ফুল মহম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দলীয় নেতৃত্বের ভিড় ইসলামপুর মহকুমা হাসপাতালে উপচে পড়ে। এলাকার সবার প্রিয় ‘ফুলোদা’কে শেষবারের মতো দেখতে সবাই ইসলামপুর মহকুমা হাসপাতালে উপস্থিত হয়। হাসপাতালে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ব্লক তৃণমূল সভাপতি জাকির হুসেন, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারি সভাধিপতি ফারহাত বানুর প্রতিনিধি জাভেদ আখতার, ইসলামপুর পৌরসভার নবনির্বাচিত বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর কৌশিক গুন সহ অন্যান্য নেতৃত্বরা। পুলিশ প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।