রহস্যজনক পোকার কামড়ে হাত সবুজ হয়ে এসএসকেএমে মৃত্যু বধূর

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২১ নভেম্বর: রহস্যজনক পোকার কামড়ে হাতের একাংশ সবুজ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে তাকে এসএসকেএমে নিয়ে আসা হয়। তার পরেও বাঁচানো যায়নি ওই গৃহবধূকে। হুগলির বৈদ্যবাটি এলাকার ঘটনা।

জানাগেছে, গত ১৩ নভেম্বর বাড়ির শৌচাগারে সুদীপা নন্দী নামে ওই মহিলার হাতে একটি পোকা কামড়ায়। সঙ্গে সঙ্গে তাঁর হাতের একাংশ সবুজ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুদিন চিকিৎসা হয়। তারপর তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এরপর থেকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রথম দিকে সাধারণ বেডে রেখেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয় তাঁকে। কিন্তু কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার রাতে মারা যান তিনি।

কী ধরনের পোকার কামড়ে তাঁর মৃত্যু, তা নিয়ে এখনও ধোঁয়াশায় চিকিৎসকরা। পরিবারের লোকজন চিকিৎসকদের অনুরোধে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেন। ময়নাতদন্তের পর তাঁর দেহ নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের লোকজন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here