আমাদের ভারত, ৭ ডিসেম্বর: করোনা মহামারীর মধ্যে অন্ধ্রপ্রদেশের ইল্লুরে এক অজানা রোগের আতঙ্ক ছড়িয়েছে। কমপক্ষে ৩০০ জন মানুষ একসঙ্গে অসুস্থ হয়েওহাসপাতালে ভর্তি হয়েছে সেখানে। অসুস্থদের প্রত্যেকেরই বমি,কাঁপুনি, মাথা ঘোরার মত উপসর্গ দেখা দিয়েছে। কয়েকজন জ্ঞান হারিয়েছিলেন বলেও জানা গেছে। এই রোগে শ্রীধর নামে এক বছর ৪৫ এর ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তবে স্বস্তির বিষয় একটাই অসুস্থদের মধ্যে প্রায় দেড়শ জনের বেশি জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের অবস্থা স্থিতিশীল।
অসুস্থদের সকলেরই রক্ত সহ একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সিটিস্ক্যান করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে এই অসুস্থতা সম্ভবত ছড়ায়নি। বরং ওই এলাকার বাতাসে ক্লোরিনের আধিক্য পাওয়া গেছে। তাই জলের মাধ্যমে ও বাতাসে দূষণের মাত্রা বাড়ার কারণে সকলে অসুস্থ হয়ে থাকতে পারেন বলে তাদের অনুমান।
গতকাল রাত থেকে অজানা কারণে এই গণ অসুস্থতায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরো এলাকা জুড়ে। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে অসুস্থদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। মৃত ব্যক্তির অটোপসি এবং আক্রান্তদের রক্ত সহ বিভিন্ন পরীক্ষার স্যাম্পল পাওয়া গেলে তবে গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে বিষয়টি নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছেন তিনি। পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।