বিজেপি সিবিআই দাবি করলেও সিআইডির হাতেই বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের তদন্তভার নবান্নের

রাজেন রায়, কলকাতা, ৫ অক্টোবর: রাজ্য সরকার সমস্ত তথ্য চাপা দিতে সিবিআইয়ের বদলে সিআইডির হাতে তদন্ত দেয়, তাই সিবিআই তদন্ত হলেই আসল তথ্য সামনে আসবে। এমন দাবি সকাল থেকে জানিয়ে আসছিল বিজেপি। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার বিজেপি নেতা মণীশ শুক্লর খুনের তদন্তের ভার সিআইডি-র হাতেই তুলে দিল। সোমবার দুপুরে বারাকপুর বনধ চলাকালীন নবান্ন ব্যারাকপুর কমিশনারেটের থেকে তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেয়।

প্রসঙ্গত, বিজেপি নেতার প্রকাশ্যে খুন উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ক্ষোভের আগুন ছড়িয়েছে। ব্যারাকপুর বনধ পালিত হচ্ছে। বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করতে আগুন জ্বালিয়েছেন। কলকাতায় এনআরএস মেডিক্যাল কলেজের সামনেও ক্ষোভের আঁচ টের পাওয়া যাচ্ছে। মণীশের দেহের ময়না তদন্ত এনআরএস মেডিক্যাল কলেজেই হচ্ছে এবং সেখানে হাজার হাজার মানুষ ভিড় করেছেন। এর মধ্যেই রাজ্য সরকার ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিল। নবান্ন থেকে নির্দেশ পেয়েই সিআইডি-র গোয়েন্দারা এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছেন। তারপর গোয়েন্দারা টিটাগড় থানায় যান।

তৃণমূল ও পুলিশ হাত মিলিয়ে মণীশ শুক্লকে খুন করেছে বলে বিজেপির দাবি। কিন্তু এই তত্ত্ব মানতে পুলিশ রাজি নয়। রাজ্য পুলিশের তরফে সোমবার টুইটে লেখা হয় যে এক ব্যক্তি টিটাগড়ে খুন হয়েছেন। খুন ও খুনের চেষ্টার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তাঁর হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ। খুনের কারণ পুরনো আক্রোশ না ব্যক্তিগত শত্রুতা, পুলিশ সেটা জানার চেষ্ঠা করছেন। তদন্ত যখন চলছে এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় যে কোনও মন্তব্য তদন্তে বাধা দেওয়ার সামিল।

এদিকে বিজেপি সিআইডি তদন্তে আস্থা নেই বলে সিবিআই তদন্তের দাবি তুলেছে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানান, ‘পশ্চিমবঙ্গ পুলিশ হল ম্যাজিশিয়ান। কী করে খুনের ঘটনাকে আত্মহত্যা প্রমাণ করতে হয়, হেমতাবাদে আমরা সেই উদাহরণ দেখেছি। তাই এই পুলিশের ওপর কোনও ভরসা নেই। সিবিআই তদন্ত চাই।’

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here