স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে নৈহাটির বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্র

আমাদের ভারত, ১৩ আগস্ট: বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্র প্রকাশ করতে চলেছে তাদের মুখপত্র ‘বঙ্গদর্শন’ পত্রিকার পরবর্তী সংখ্যা। এর বিষয় ‘স্বাধীনতার ৭৫ বছর’। এর সম্পাদক এই গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ অধ্যাপক রতনকুমার নন্দী।

বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্রের কিউরেটর গৌতম সরকার এই প্রতিবেদককে জানান, “সোমবার স্বাধীনতা দিবসের দিন সকালে বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্রে (বন্দেমাতরম্ এর পীঠস্থান এবং ভারতবর্ষের একমাত্র বঙ্কিমচন্দ্রের জীবনীমূলক সংগ্রহশালা ও চর্চাকেন্দ্র) জাতীয় পতাকা উত্তোলন হবে। আলোকিত করা হবে বঙ্কিমচন্দ্রের বসতবাড়ি ত্রিবর্ণ রঞ্জিত রংয়ে।

বন্দেমাতরম্ সংগীতের উদগাতা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁটালপাড়া নৈহাটিতে প্রতিষ্ঠিত। এটি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ পরিপোষিত সারস্বত প্রতিষ্ঠান বঙ্কিম-ভবন গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাধীনতার ৭৫ বছর পালনের কর্মসূচিতে এ’বছর জুন মাসে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৪তম জন্মবার্ষিকী তিন দিন ধরে উদযাপিত হয়। যৌথ উদ্যোক্তা ছিল পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ এবং তথ্য ও সংস্কৃতি বিভাগ।

বঙ্কিমচন্দ্রের বসতবাড়ির দোতলায় দুটি নতুন প্রদর্শকক্ষ (বঙ্কিমচন্দ্রের পরিবার-পরিজন কক্ষ এবং বঙ্কিম সাহিত্য-কৃতি কক্ষ) দর্শক সাধারণের প্রদর্শনের জন্য উদ্বোধন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *