সংক্রমণ আটকাতে রেল শহরে নাকা চেকিং

আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মার্চ: করোনা সংক্রমণ আটকানোর লক্ষ্যে রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর রেল এলাকায় যাতে অবাঞ্ছিত লোকজন  ঢুকে পড়তে না পারে সেজন্য খড়গপুর শহরের সেটেলমেন্ট এলাকায় প্রবেশপথ গুলোতে আরপিএফের পক্ষ থেকে  নাকা চেকিং শুরু করা হয়েছে। রেল পরিষেবা বন্ধ হওয়ার পর সোমবার সকাল থেকে বিশেষ করে খড়গপুর শহরের রেল কলোনির বিভিন্ন এন্ট্রি পয়েন্টে নাকা চেকিং চালিয়ে যাচ্ছে রেল সুরক্ষা বাহিনী। সাইকেল  মোটরসাইকেল এবং সমস্ত প্রকার চারচাকা গাড়ি আটকে তল্লাশি চালানো হচ্ছে চালক ও যাত্রীদের গতিবিধি সম্বন্ধে বিস্তারিত তথ্য  নিচ্ছেন আরপিএফ বাহিনী। আপাতত রেল কলোনীর সাতটি এন্ট্রি পয়েন্টে অনির্দিষ্টকালের জন্য এই নাকাবন্দি শুরু করা হয়েছে বলে খড়গপুর আরপিএফ সূত্রে জানানো হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here