লকডাউনের তৃতীয় দিনে চন্দ্রকোনায় পুলিশের নাকা চেকিং

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে: পশ্চিমবঙ্গ সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী ১৬ থেকে আগামী ৩০ মে পর্যন্ত রাজ্যে লকডাউন বলবৎ হয়েছে। সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার পুলিশ বিভিন্ন মোড়ে মোড়ে নাকা চেকিং চালাচ্ছেন। পাশাপাশি মাইকে সচেতনতা মূলক প্রচার করছেন। লকডাউন ঘোষণা হতেই চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস তুলে নেওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ধারণা রাজ্য সরকারের লকডাউনের সিদ্ধান্ত সঠিক। লকডাউনে করোনাকে আবদ্ধ করা সম্ভব। আমজনতা থেকে সাধারণ মধ্যবিত্ত লকডাউনে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলেও স্বাগত জানাচ্ছেন লকডাউনকে।

কিন্তু সমস্যায় পড়েছেন প্রতিষেধক কেন্দ্রে যাওয়ার জন্য যারা বাড়ি থেকে বের হচ্ছেন তারা। প্রতিষেধক কেন্দ্রে কখন কে যাবেন সেই অপেক্ষায় কি রাস্তায় রিকশা টোটো অটো থাকবে? শহরের টোটো ও রিকশা চালকদের দাবি, কখন কে যাবেন সেই অপেক্ষায় কি রাস্তায় বসে থাকবো। প্রথমত যাত্রী পাওয়ার নিশ্চয়তা নেই। তারপর যাত্রী নামিয়ে খালি ফেরার সময় যদি রাস্তায় পুলিশ আটকায়, তখন আরেক সমস্যা তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *