করোনা ভ্যাক্সিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করণের শেষ তারিখ জানিয়ে দিল সরকার

আমাদের ভারত, ১১ জানুয়ারি:প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিনের গ্রাহক হবেন স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধারা, তা আগেই জানিয়ে ছিল সরকার । এবার তাদের নাম কোউইন পোর্টালে নথিভুক্ত করার শেষদিন জানাল কেন্দ্র। মেইল করে কেন্দ্রের তরফে প্রতি রাজ্যকে জানানো হয়েছে ১২ জানুয়ারি মধ্যরাতের মধ্যে স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত করে ফেলতে হবে।

তবে প্রথম সারির করোনি যোদ্ধাদের নাম নথিভুক্ত করার শেষ তারিখ ২৫ জানুয়ারি। আগামী ১৬ জানুয়ারি থেকে দেশে ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

এখনি অ্যাপ ডাউনলোড করার দরকার নেই। কোউইন ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করার কথা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। নাম নথিভুক্ত করতে পরিচয় পত্র জমা দিতে হবে। আর টিকার দুটি ডোজ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে একই পরিচয়পত্র। সেটা যদি পৃথক হয় তাহলে ভ্যাকসিন দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। নাম নথিভুক্তকরণের সময় যে ফোন নম্বর রেজিস্টার করবেন গ্রাহক সেই নম্বরই ভ্যাকসিন দেওয়ার দিন জানানো হবে তাকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here