
স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ জানুয়ারি: দিনে দুপুরে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রে কুপিয়ে খুন হল তৃণমূল আশ্রিত সমাজবিরোধী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ১৩ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায়। মৃত যুবকের নাম গনা মাহাতো । বয়স আনুমানিক ৩৩।
সূত্রের খবর, মঙ্গলবার আনুমানিক বেলা একটা নাগাদ বড়বাজার লাগোয়া একটি জুয়ার ঠেকে দাঁড়িয়ে ছিল গনা। অভিযোগ, তখনই কয়েক দল দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় গনা মাহাতোকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। খবর জানাজানি হতেই স্থানীয়রা ছুটে এলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি গনা মাহাতোকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং পরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও শক্তিনগর জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার পরেই উত্তপ্ত গোটা এলাকা।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে উপস্থিত শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, মৃত গনা মাহাতোর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এর পাশাপাশি শান্তিপুরের একাধিক জুয়ার সে ঠেক চালাত বলে অভিযোগ। এর পাশাপাশি গনা মাহাতোর বিরুদ্ধে খুন এবং ধর্ষণের অভিযোগ ছিল বলে জানা গেছে।
মৃত গনার পরিবারের অভিযোগ শান্তিপুরের চেয়ারম্যান অজয় দের ঘনিষ্ঠ হওয়ায় বিধায়ক আশ্রিত দুষ্কৃতিরা তাকে খুন করেছে। মৃত গনার মা বিশাখা মাহাতো জানান, গোষ্ঠীদ্বন্দের জেরেই তার ছেলেকে খুন হতে হল।
শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, তৃণমূল এখন শান্তিপুরে সংঘবদ্ধ। কোনও গোষ্ঠীকোন্দল নেই। যে মারা গেছে সে এলাকার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল নামে এলাকায় পরিচিত। তাই ওর স্বাভাবিক ভাবে ব্যাক্তিগত শত্রু থাকতে পারে এবং তার থেকেই খুন। যদিও কোনও খুনই সমর্থনযোগ্য নয়। এটা পুলিশ তদন্ত করুক এবং দোষীদের শাস্তি দিক। তবে এই খুনের পিছনে কোনও তৃণমূল কংগ্রেস কর্মী যুক্ত নয়।