
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ:
নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে বেলদা গঙ্গাধর অ্যাক্যাডেমির গেটের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল ও পেন দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ, বিশিষ্ট সমাজসেবী শেখ কাওসার আলী, নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব মনোজ দেব ও তার সহ কর্মীবৃন্দ। প্রায় ৭০০র বেশি ছাত্র-ছাত্রীদের পানীয় জলের বোতল ও পেন দেওয়া হয়।