আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একের পর এক সিদ্ধান্ত নিয়ে যখন বিরোধীরা নানা ধরনের অভিযোগ তুলছেন, তখন নরেন্দ্র মোদীকে একজন সঠিক রাজনীতিবিদ বলে দাবি করলেন পুরীর শঙ্করাচার্জ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। ২০২১ গঙ্গাসাগর মেলায় প্রতিবারের মতো এবারও সাংবাদিকদের মুখোমুখি হন শঙ্করাচার্জ। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন। শঙ্করাচার্জ বলেন, “একজন রাজনীতিবিদ হতে গেলে সব থেকে বড় একজন কূটনীতিবিদ হতে হবে। আর একজন সঠিক কূটনীতিবিদের প্রধান তিনটে গুন মিলন, নমন ও দমন সবই রয়েছে নরেন্দ্রমোদীর মধ্যে।”
রাজ্য রাজনীতিতে যখন তৃণমূল, বিজেপি দ্বৈরথ লেগে রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূলের সরকারই থাকবে না বিজেপি এ রাজ্যে সরকার গঠন করবে যখন সমস্ত মহলে এই জল্পনা চলছে তখন পুরীর শঙ্করাচার্জের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিনের সাংবাদিক বৈঠকে আবারও এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি তোলেন শঙ্করাচার্জ। পাশাপাশি গঙ্গাসাগরের মতো তীর্থভূমিকে আধুনিকীকরণের মধ্যে দিয়ে হোটেল, লজ করে এটাকে পিকনিক স্পট করার উদ্দেশ্য ঠিক নয় বলে আরও একবার নাম না করে রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।