
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ ডিসেম্বর:
রবিবার রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খন্ডের নির্বাচনী প্রচারের জন্য রবিবার বায়ুসেনার বিমানে অন্ডালে নামবেন নরেন্দ্র মোদী। সেইসময় রাজ্য নেতাদের সঙ্গে কিছুক্ষণের জন্য বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, রাজ্য নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের বর্তমান বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তবে এ বিষয়ে রাজ্য বিজেপি নেতারা মুখে কিছু বলছেন না। যদিও রাজ্যের নির্বাচনী প্রচারে ঝাড়খন্ডে আছেন বিজেপি নেতা মুকুল রায়। আগামীকাল ঝাড়খন্ডে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় হাজির থাকার কথা মুকুল রায়ের। তবে ঝাড়খন্ডের দুমকায় প্রধানমন্ত্রীর জনসভার আগে অন্ডালে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে করে প্রথমে অন্ডালে নামবে। তারপর সেখান থেকে যাবেন দুমকায়।