
আমাদের ভারত, ৩ ডিসেম্বর: দেশবাসীকে গীতা জয়ন্তীর শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার তিনি টুইটারে লিখেছেন, “ভারতামৃত সর্বস্বাম বিষ্ণোর্বক্তাদ্বিনীঃ শ্রীতম। গীতা গঙ্গোদকম পিত্বা পুনর্জন্ম ন বিদ্যাতে। সমস্ত দেশবাসীকে গীতা জয়ন্তীর শুভেচ্ছা। শ্রীমদ্ভগবদ্গীতা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবতাকে নির্দেশনা দিয়ে আসছে। আধ্যাত্মিকতা ও জীবনদর্শন সম্পর্কিত এই মহান গ্রন্থটি প্রতিটি যুগে পথপ্রদর্শক হয়ে থাকবে।”
প্রসঙ্গত, প্রতি বছর মাগশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়। এই দিনে মোক্ষদা একাদশীও পালিত হয়। গীতায় বলা বিষয়গুলো মানুষকে মায়ার ফাঁদ থেকে সরিয়ে সফলতার পথে নিয়ে যায়। কথিত আছে যে যাঁরা প্রতিদিন গীতা পাঠ করেন এবং তাঁদের জীবনে গীতায় দেওয়া নির্দেশাবলী অনুসরণ করেন তাঁরা মোক্ষ লাভ করেন।