বন্ধ শিক্ষার দরজা, বালুরঘাটে রাস্তায় নেমে স্কুল খোলার দাবি ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অরগানাইজেশানের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ ফেব্রুয়ারি: করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি স্কুলগুলি খোলার দাবিতে রাস্তায় নেমে আন্দোলনে নামল ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অরগানাইজেশান। সোমবার সংগঠনের পক্ষ থেকে বালুরঘাট শহরজুড়ে মিছিল করে জেলার প্রায় শতাধিক বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি ডেপুটেশনও প্রদান করা হয়েছে সংগঠনের তরফে।

এদিন সংগঠনের এই বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশনে উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল ফর আন এডেড স্কুল অরগানাইজেশানের রাজ্য যুগ্ম সম্পাদক দেবাশিষ দেবশর্মা, সংগঠনের জেলা সভাপতি রাসনাউল আলম ও সম্পাদক রেজাউল করিম প্রমুখ। সংগঠনের দাবি, বাংলার শিক্ষা পোর্টালে বেসরকারি স্কুলগুলিকে বঞ্চিত রাখা হয়েছে। যে কারণে বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা বাংলার শিক্ষা পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছে না। ফলে বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ সহ বিভিন্ন সরকারি সূযোগ সুবিধা থেকে বঞ্চিত।

সংগঠনের রাজ্যনেতা দেবাশিস দেবশর্মা জানিয়েছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা অচল হতে চলেছে, যেখানে বাজার ঘাট খুলে গেছে, রেল যোগাযোগ সচল সেই জায়গায় বন্ধ শিক্ষার দরজা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়েছেন তাঁরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here