আমাদের ভারত, হাওড়া, ১৫ ডিসেম্বর: মাত্র ৪৭ সেকেন্ডে চালের উপর জাতীয় পতাকা এঁকে তার উপর জয় হিন্দ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল বাগনানের খালোড়ের সুনিত খাড়া। সোমবার রাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে পাঠানো পদক, সাটিফিকেট ও পেন পেয়েছেন সুনিত।
ছোটবেলা থেকেই আঁকার উপর ঝোঁক সুনিতের। বর্তমানে ছেলেমেয়েদের আঁকা শেখান তিনি। সুনিতবাবু জানান, ৩০ অক্টোবর চালের উপর জাতীয় পতাকা এঁকে তার উপর জয় হিন্দ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠিয়ে ছিলেন। ১২ নভেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর সাফল্যের স্বীকৃতির কথা তাঁকে জানায়। এরপর সোমবার রাতে তার হাতে পৌঁছয় মেডেল, সাটিফিকেট ও পেন। সুনিত বাবু জানান, এর আগে তিনি চালের উপর হাওড়া ব্রিজ, মুসুর ডালের উপর শিবলিঙ্গ এঁকেছিলেন।
প্রসঙ্গত এর আগে বাগনানের পাতিনানের বাসিন্দা রূপজিৎ শাসমল অড়হড় ডালের উপর জাতীয় পতাকা এঁকে তার উপর জয় হিন্দ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন।